চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া ২ ভরি স্বর্ণালংকারসহ মাবিয়া খাতুন (৩৭) নামে এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৮ জুন) রাতে ৯টায় কর্ণফুলী থানা এলাকার মইজ্জারটেক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাবিয়া খাতুন আনোয়ারা চৌমুহনী এলাকার মৃত আবদুল নবী ও সামুরা বেগমের মেয়ে।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার জানান, ওআরনিজাম রোডের মিম টাওয়ারের ষষ্ঠ তলায় নাজমুল হাসানের বাসায় গৃহকর্মীর কাজ করতেন মাবিয়া খাতুন। গত ২১ মে ওই বাসা থেকে ২ ভরি ওজনের স্বর্ণ চুরি করে পালিয়ে যায় মাবিয়া।
এ ঘটনায় ওই ঘরের বাসিন্দা নাজমুল হাসান বাদি হয়ে গৃহকর্মী মাবিয়া খাতুনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার রাতে তাকে মইজ্জারটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার বটতলী থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।