বহুলপ্রত্যাশিত কালুরঘাটে স্বপ্নের নতুন সেতুর আধুনিক নকশা প্রণয়ন করেছে একদল শিক্ষার্থী। দূর্ভোগ ঘোচাতে কালুরঘাটে প্রয়োজন বহুমুখী নতুন সেতুর।আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কালুরঘাটে এ সেতু নির্মাণ করলে উন্মোচিত হবে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দ্বার। ২৭ ডিসেম্বর, সোমবার বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের বিজ্ঞান শাখার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের স্টলে এ উদ্ভাবন তুলে ধরেন। শিক্ষার্থী হিমায়েত কাউছার জানান, স্বপ্নের কালুরঘাট সেতুর নকশায় চার লাইন বিশিষ্ট ফুটপাতসহ সড়ক সেতু ও রেললাইন রয়েছে। সৌর বিদ্যুৎ ব্যবহার করে সেতু আলোকিত রাখা। যাত্রী সাধারণে নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, যান চালকের ডাটা সংরক্ষণ, গাড়ি গতি পর্যবেক্ষণ ও যান্ত্রিক ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে। সেতুটি নির্মিত হলে চট্টগ্রাম তথা দেশ আরো এগিয়ে যাবে, উন্মোচিত হবে অর্থনৈতিক সম্ভাবনা। বিস্তার ঘটবে উৎপাদন শিল্পের। ব্যাপক উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে জানান শিক্ষার্থী আরেফা সিদ্দিকা মীম ও কামরুন নেচ্ছা তিশা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, শিক্ষার্থীরা দেশকে ভালোবেসে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করছে তা প্রশংসনীয়। কালুরঘাটে নতুন সেতুর প্রয়োজনীয়তার কথা ভেবে যে নকশা প্রণয়ন করা হয়েছে তা বাস্তবায়ন হোক, তাদের স্বপ্ন সফল হোক এ আশায় করি। দুইদিনব্যাপী এ মেলায় অংশ নিয়েছে ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি কলেজ। এ উপলক্ষে বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।
সম্পৃক্ত খবর
নারিকেলের ভেতর ৪০ লাখ টাকার হেরোইন, মা-মেয়ে আটক
(Last Updated On: ) দুই নারী নারিকেল নিয়ে যাচ্ছিলেন। সন্দেহজনকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করেন র্যাব-১০-এর সদস্যরা। এক পর্যায়ে জানা যায়, সঙ্গে থাকা নারিকেলের ভেতরে করে কৌশলে নিয়ে যাওয়া হচ্ছে হেরোইনের চালান। পরে নারিকেল দুটি ভাঙতেই বেরিয়ে এলো ৪০ লাখ টাকার হেরোইন। এ সময় হেরোইন বহনকারী আসমা (৪০) ও সাফিয়া খাতুনকে (৭০) আটক করা হয়। বুধবার (০৯ […]
দৃশ্যমান হয়ে ওঠছে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন
(Last Updated On: ) দ্রুতই দৃশ্যমান হয়ে ওঠছে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন। এ অঞ্চলের মানুষের দীর্ঘদনের স্বপ্ন এখন বাস্তবতায় পরিণত হতে যাচ্ছে। ইতোমধ্যে কক্সবাজারের চকরিয়া থেকে ঈদগাহ্ পর্যন্ত জেলার বিভিন্ন অংশে রেললাইনের পাটাতন বসানো হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, সরকারের ঘোষণা অনুযায়ী ২০২২ সালেই কক্সবাজারে রেলে করে মানুষ আসতে পারবে। দ্রুত সময়ে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ায় দারুণ খুশি […]
বোয়ালখালীর সাবেক নির্বাহী অফিসার আলতাফ হোসেন চৌধুরী আর নেই
(Last Updated On: ) বোয়ালখালীর সাবেক নির্বাহী অফিসার(২০০৪-২০০৬), ধর্ম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, ১১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী আর নেই । তিনি আজ (১৭ জুন ) ভোরে ঢাকায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন । (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজেউন) তাঁর মৃত্যুতে বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস […]