বগুড়ার শিবগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় স্বামী মাহমুদুল হোসেন বাবুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাহমুদুল হোসেন বাবু উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের বাসিন্দা এবং চন্ডিহারা মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। গতকাল রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, মাহমুদুল হোসেন বাবু পাশের জগন্নাথপুর গ্রামের ছালেক প্রামাণিকের মেয়ে সনি খাতুনকে (২৪) চার বছর আগে বিয়ে করেন। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন শুরু করেন বাবু। গত দুই দিন আগে সনিকে মারধর করেন তার স্বামী। এর জেরে সনি গত শনিবার থানায় মামলা দায়ের করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘মামলার পরিপ্রেক্ষিতে মাহমুদুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’