জাতীয়

স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

(Last Updated On: )

ফতুল্লায় স্ত্রীকে হাত বেঁধে জবাই করে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল পূর্ব লামাপাড়া এলাকায় হত্যার ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ নাম তানজিদা আক্তার পপি। ঘাতক স্বামীর নাম হীরা চৌধুরী। সে পূর্ব লামাপাড়া এলাকার ওমর চৌধুরী তুহিনের ছেলে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে।

নিহত গৃহবধূর মা জানান, ১৩ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের ঘরে তুষার (১০) ও তোয়াফ (৬) নামে দুই ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি থেকে টাকা দাবি করত হীরা চৌধুরী। জমি বিক্রিসহ নানাভাবে টাকা জোগাড় করে দেওয়া হতো তাকে।

বুধবার (২৬ মে) সকাল ৮টার দিকে মোবাইল ফোনে জানতে পারেন তার মেয়ে হাসপাতালে। সেখানে গিয়ে শোনেন তার মেয়েকে হত্যা করেছে তার স্বামী।