সিরাজগঞ্জের সলঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। রোববার (১৯ জুন) সকালে সলঙ্গা থানার চক চৌবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই স্কুলছাত্রের বাড়ি চক চৌবিলা দক্ষিণ পাড়া গ্রামে। সে স্থানীয় চৌবিলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করে আসছিল আটক এসএসসি পরীক্ষার্থী। শনিবার রাত ১১টার দিকে সুযোগ বুঝে সে স্কুলছাত্রীর ঘরে ঢুকে পড়ে এবং ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার ও ধর্ষককে আটক করে পুলিশ সোপর্দ করে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামালা দায়ের করেছেন। রোববার (১৯ জুন) বিকেলে ধর্ষক কিশোরকে আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।