লোহাগাড়ায় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে রিদুয়ান (১৯) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ইভটিজারকে ধরতে গিয়ে এক আনসার সদস্য আহত হয়েছেন।
রিদুয়ান উপজেলার পুরাতন থানা এলাকার মুহাম্মদ ইউনুছের ছেলে। তাকে লোহাগাড়া থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ।
অভিযানে অংশ নেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু বক্কর, লোহাগাড়া থানার এসআই মামুন মিয়াসহ আনসার বাহিনীর সদস্যরা।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ বলেন, কয়েকদিন ধরে অভিযোগ আসছিল- লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের গেইটে কিছু ইভটিজার ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করছে। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। পরে রিদুয়ান নামের এক যুবককে আটক করে লোহাগাড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ সময় কয়েকজন পালিয়ে গেছে। ইভটিজিং রোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।