চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারত। দারুণ জয়ে স্বাগতিকদের সেমির স্বপ্ন বেঁচে রইলো। তবে আইসিসির সহযোগী দেশটির সঙ্গে দারুণ জয়ের পর তাদের ড্রেসিংরুমে গিয়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
গতকাল শুক্রবার রাতে আবুধাবিতে আগে ব্যাট করে ৮৫ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। ছোট লক্ষ্য তাড়ায় ৬ ওভার তিন বলেই জয় তুলে নেয় ভারত। দারুণ জয়ে রান রেটের ব্যবধানে গ্রুপ দুইয়ের তিনে এসেছে ভারত। ম্যাচ শেষে স্কটিশ ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছেন কোহলি।
ম্যাচের কিছু সময় পরই স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটারে কয়েকটি ছবি শেয়ার করা হয়। যেখানে কোহলিকে স্কটিশ ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে ভারতীয় অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে স্কটল্যান্ড।
নিজের জন্মদিনে ভারতকে জেতানোর পাশাপাশি স্কটল্যান্ডের প্রতি কোহলির এমন বন্ধুত্বসুলভ আচরণে খুশি হয়েছেন ভক্ত সমর্থকরাও। তার ছবিগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে প্রশংসা করেছেন অনেকেই।
এর আগে নামিবিয়ার বিপক্ষে জিতে সবার আগে সেমি ফাইনাল নিশ্চিতের পর তাদের ড্রেসিংরুমে গিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। তাদের এক কর্মকর্তাকে নিয়ে সেখানে কয়েক মিনিট নামিবিয়ার প্রশংসা করেন তারা। যা কয়েকদিন ধরে নেট দুনিয়ায় প্রশংসিত হয়েছে।