পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদ্যাপন করা হবে। দেশটির চাঁদ দেখা কমিটি আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে।
গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে যে, সৌদি আরবে ২০ এপ্রিল রমজান মাসের শেষ দিন। আগামীকাল শুক্রবার দেশটিতে ঈদুল ফিতর উদ্যাপিত হবে। সৌদি আরবের সঙ্গে শুক্রবার ঈদ উদ্যাপন করবে তুরস্ক।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ সৌদি আরবের তামিরে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সুপ্রিম কোর্ট এই দৃশ্যের সত্যতা নিশ্চিত করার পরই আগামীকাল ঈদ উদ্যাপনের ঘোষণা দেওয়া হয়।
মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে এবার ঈদুল ফিতর উদ্যাপিত হবে আগামী শনিবার। আজ দেশটির সরকার এ ঘোষণা দেয়।
আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের আরও ৮ দেশ। আজ দেশগুলো এই ঘোষণা দেয়। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন।