আন্তর্জাতিক

সৌদি আরবের বাইরে এবারও হজ নয়

(Last Updated On: )

করোনাভাইরাসের মহামারির কারণে গত বছরের মতো এবারও সৌদি আরবের বাইরে কাউকে হজ করার অনুমতি দিচ্ছে না দেশটি।

শনিবার (১২ জুন) ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সৌদি আরব সরকার জানিয়েছে, করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও সৌদি আরবের বাইরের কোন দেশ হতে হজযাত্রীগণ হজের সুযোগ পাবেন না। সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে।

এর আগে সৌদির স্বাস্থ্য ও হজ মন্ত্রণালয় জানিয়েছে, এবার মাত্র ৬০ হাজার মুসল্লিকে হজের অনুমতি দেয়া হবে। এদের সবাই হবেন সৌদি আরবেরই বাসিন্দা।