সৌদি আরবের জিজান শহরে প্রাইভেট কারের ধাক্কায় মুহাম্মদ জনি মিয়া (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
জানা যায়, আজ শুক্রবার সকালের নাস্তা আনার জন্য মুহাম্মদ জনি মিয়া বাইসাইকেলে করে হোটেলে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা একটি হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।
নিহত মুহাম্মদ জনি মিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি পৌরসভার বাগরাইট এলাকার মুহাম্মদ বিল্লাল মিয়ার ছেলে। নিহতের লাশ বর্তমানে জিজান শহরের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।