জাতীয়

সৌদিতে বেড়েছে বাংলাদেশি পোশাকের চাহিদা

(Last Updated On: )

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পোশাক পছন্দে বাংলাদেশি পণ্যের দিকে বেশি ঝুঁকছেন প্রবাসীরা। পাওয়া যাচ্ছে ভারত, পাকিস্তান, বাহরাইনসহ বিভিন্ন দেশের পোশাক। বেচাকেনা ভালো হওয়ায় ভালো মুনাফার আশা করছেন ব্যবসায়ীরা।

কেনা কাটায় বিদেশের মাটিতেও প্রবাসীদের মন কাড়ছে বাংলাদেশি পণ্য। শপিং মলগুলোতেও মেলে বাংলাদেশে তৈরি শার্ট, প্যান্ট, পাঞ্জাবির। দোকানে সাজানো রয়েছে ঘড়ি, জুতা, টুপি, চশমা, মানিব্যাগ আর নামিদামি ব্র্যান্ডের আতর।

তুলনামূলক ক্রেতাদের একটি অংশ কেনাকাটা করতে আসেন রিয়াদের বাথা বাংলাদেশি মার্কেটের ফ্যাশন হাউজগুলোতে। যেখানে দেশি বিদেশি পণ্যের দাম সাধ্যের মধ্যে হওয়ায় সন্তুষ্ট ক্রেতারাও।

বিক্রি ভালো হওয়ায় খুশি ক্রেতারা। তারা জানান, করোনার কারণে হওয়া লোকসান এবার ঈদে পুষিয়ে নিতে পারবেন তারা। প্রতিটি দোকানে প্রায় কোটি টাকার ওপরে পোশাক বিক্রি হবে আশা করা যাচ্ছে।

বাংলাদেশি পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, ইতালি, বাহরাইন, দুবাইসহ বেশ কিছু দেশের পোশাক পাওয়া যায় মলগুলোতে। ক্রেতাদের কাছে এসব পোশাকের চাহিদা বেশি। বাংলাদেশ থেকে ভ্রমণ বা ওমরা পালনে যাওয়া অনেকে করছেন ঈদের কেনাকাটা। রিয়াদসহ জেদ্দা, দাম্মাম, মক্কা, মদিনা, আল বাহা, আল কাসিম প্রাদেশিক শহরের দোকানগুলোতেও জমে উঠেছে ঈদের বেচাকেনা।