আন্তর্জাতিক

সৌদিতে প্রবেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক

(Last Updated On: )

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রার্দুভাবে বদলে গেছে নিয়মনীতি। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোরতার মধ্য দিয়ে পার হতে হচ্ছে সাধারণ মানুষকে। তারই অংশ হিসেবে বিভিন্ন দেশের অভিবাসী যারা এখন নিজ দেশে অবস্থান করছেন, তাদের সৌদি আরবে প্রবেশের প্রাক্কালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সৌদি গেজেটে এই তথ্য নিশ্চিত করেন। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিহত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চলতি মাসের ২০ মে থেকে বিশ্বের সকল দেশ থেকে আগত যাত্রীদের মধ্যে যারা ভ্যাকসিন গ্রহণ করেন নাই, তাদের অবশ্যই বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে। সৌদি আরবে প্রবেশের সময়েই একবার আরটি পিসিআর কোভিড-১৯ টেস্ট করতে হবে। পরবর্তীতে কোয়ারেন্টিনের সপ্তম দিনে তাদেরকে আবারও কোভিড-১৯ দ্বিতীয় টেস্ট করানো হবে।

তবে নিম্নলিখিত যাত্রীরা এর আওতার বাহিরে থাকবেন-

১. সকল সৌদি নাগরিক, নাগরিকের পত্নী, নাগরিকের পুত্র ও কন্যা এবং তাদের যে কোনো কর্মচারী, গৃহকর্মী।
২. যে সকল যাত্রী ইতিমধ্যে ভ্যাকসিন ডোজ নিয়েছেন।
৩. সরকারি প্রতিনিধি দল।
৪. যারা কূটনৈতিক ভিসা রাখেন, কূটনীতিক এবং তাদের পরিবার।
৫. এয়ারলাইন ক্রু এবং নাবিক।
৬. সমস্ত স্থল বন্দর হতে সকল চালক এবং তাদের সহকারীরা।
৭. সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয়ে কর্মরত আছেন যারা।

এছাড়া সকলকেই করোনাভাইরাস সম্পর্কিত সকল ব্যবস্থা ও বিধিনিষেধ মেনে চলতে হবে।