সৌদিতে হজ করতে আসা আরও ৩ হজযাত্রী মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। আজ রোববার সকালে হৃদরোগে আক্রান্ত মক্কার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃতরা হলেন আদম উদ্দিন মন্ডল (৭১), মো. মতিয়ার রহমান (৬৮) ও মো. আমজাত হোসেন (৫৭)।
বাংলাদেশ হজ মিশন জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মক্কা নগরীর বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মারা যাওয়া আদম উদ্দিন মন্ডলের গ্রামের বাড়ি নওগাঁ জেলার কালিপুর উপজেলায়। মো. মতিয়র রহমানের গ্রামের বাড়ি রংপুর জেলার সদর উপজেলায় ও মো. আমজাদ হোসেনের গ্রামের বাড়ি গাইবান্ধার জেলার বোনারপাড়া এলাকায়।
সৌদি আরবের মক্কা ও মদিনায় চলতি বছরের হজ পালন করতে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী।
এ দিকে আজ রোববার সকাল পর্যন্ত ৭০ হাজার ২৫৬ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ৯০৬ জন। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।