অবশেষে কাজে ফিরলেন ঢালিউডের ‘প্রিয়দর্শিনী’ খ্যাত জনপ্রিয় নায়িকা মৌসুমী। সম্প্রতি একটি ইস্যুতে তুমুল আলোচনায় ছিলেন মৌসুমী, ওমর সানী ও জায়েদ খান। সেখান থেকে নিজেকে সামলে নিয়ে ‘সোনার চর’ সিনেমার ডাবিং শুরুর মধ্য দিয়ে কাজে ফিরলেন মৌসুমী।
তিনি গণমাধ্যমকে বলেছেন, অনেকদিন পর কাজে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। সোনার চর একটি জীবন ঘনিষ্ঠ সিনেমা। দর্শকদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবাই পছন্দ করবে।
জানা যায়, গত বুধবার এফডিসির ডাবিং স্টুডিওতে এই সিনেমার ডাবিং সম্পন্ন হয়েছে। সেখানেই নিজের অংশের ডাবিং করেছেন মৌসুমী।
জাহাঙ্গীর সিকদার প্রযোজিত ‘সোনার চর’ পরিচালনা করছেন জাহিদ হোসেন। নির্মাতা বলেন, সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ। কিছু অংশের শুটিং বাকি আছে। শিগগিরই বাকি অংশের কাজ শেষ করে মুক্তির প্রস্তুতি নেব।
মৌসুমী-ওমর সানী ও জায়েদ খান ছাড়াও সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, শিখা কর্মকার, শিউলি, স্নিগ্ধাসহ অনেকে।