আন্তর্জাতিক

সু চির বিরুদ্ধে ঘুষ নেওয়া ও সোনা আত্মসাতের অভিযোগ

(Last Updated On: )

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে ছয় লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। সামরিক সরকার তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। খবর: এনডিটিভি।

একই সঙ্গে সরকারে থাকাকালে সোনা আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে সু চির বিরুদ্ধে। এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

অনেক ব্যক্তিকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে সামরিক সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন টুন জানিয়েছেন। তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টসহ আরো কয়েকজন কেবিনেট সদস্যও এই দুর্নীতিতে জড়িত রয়েছেন।

এছাড়া প্রেসিডেন্ট এ অনিয়মের বিরুদ্ধে দেওয়া সেনাবাহিনীর রিপোর্টের ভিত্তিতে কোনো রকম ব্যবস্থা না নেওয়ার জন্যও নির্বাচন কমিশনকে চাপ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর সরকারের বিরুদ্ধে যতোগুলো অভিযোগ তোলা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে, তার মধ্যে এটাই সবচেয়ে বড় অভিযোগ।

উৎখাতের পর থেকে সু চি ও অন্য প্রভাবশালী রাজনীতিবিদদের গৃহবন্দি করে রাখা হয়েছে।