জাতীয়

সুন্দরবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

(Last Updated On: )

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (০৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

বনবিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কীভাবে কতোটা জায়গা জুড়ে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন।

তিনি বলেন, ঘণ্টাখানেক আগে দাসের ভারানি এলাকায় আগুন লাগে। টের পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে বনরক্ষীরাও কাজ করছেন। আগুন যাতে বনের মধ্যে ছড়াতে না পারে, সে জন্য আমরা আগুনের স্থানের চারপাশে ফায়ার ক্যানেল কাটতে শুরু করেছি। আশা করি, খুব শিগগিরই আগুন নেভাতে পারব।