করোনাকালীন সামাজিক অনুষ্ঠানগুলোও বিধিনিষেধের আওতায় পড়েছে। বিয়ে-সাদি বা রাজনৈতিক জনমাবেশও হচ্ছে না খুব একটা।এ অবস্থায় ঘরোয়াভাবে অনুষ্ঠানে উৎসাহিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩১ মে) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শের সময় এমন উৎসাহ দেন। একইসঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান কোয়ারেন্টিনে থাকায় তাদেরও ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
মানুষের স্বাস্থ্যবিধি পরিপালনে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা গণমাধ্যমকে আরও প্রচারণার আহ্বান করেছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, এটা বার বার রিকোয়েস্ট করেছেন, প্রধানমন্ত্রী এবং পুরো কেবিনেট। আপনারাও (গণমাধ্যম) বার বার রিকোয়েস্ট করছেন, কিন্তু তারপরও দেখা যায় অনেক লোক মাস্ক পরেন না। এটা তো আমাদের সবাইকে কো-অপারেট করতে হবে। কারণ আমরা বার বার বলছি, এটা কমিউনিটি ডিজিস। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কেয়ারফুল হওয়ার সুযোগ আছে। আমরা যদি সবাই মাস্ক ব্যবহার করি, ডেফিনেটলি এটা কমে যাবে। সেজন্য আপনারা (গণমাধ্যম) কাইন্ডলি সবাইকে বলবেন, যে যেখানে আছে মাস্কটা যেন ব্যবহার করি, স্যানিটাইজার যেন ব্যবহার করি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এরমধ্যে কয়েকটা বিষয় আমার নলেজে এসেছে, মসজিদে গিয়ে তারপরে মেয়ের বাসায় গিয়ে ৪-৫ জন বিয়ে পড়ায়ে বউ নিয়ে এসেছে। আমরা অ্যাপ্রিশিয়েট করি এবং ধন্যবাদ জানাই যারা এ কাজগুলো করছেন।
তিনি বলেন, ভারত থেকে যারা আসছেন তারা সবাই কোয়ারেন্টিনে থাকছেন। ইভেন আমাদের দু’জন খেলোয়াড় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান কোয়ারেন্টিনে ছিল। তারা প্রাকটিসে গেছে, ক্রিকেট বোর্ড বলার পর আমরা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে বোঝালাম তোমরা তো আমাদের সবার আইডলস। তোমরা যদি মানো তাহলে সবার জন্য সুবিধা। তারা ভালো কো-অপারেট করেছে। এজন্য আমরা ধন্যবাদ জানাই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে।
এনআইডি ইস্যু
এনআইডি কার্যক্রমটা নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে সিইসি এবং অন্যরা প্রতিক্রিয়া জানাচ্ছে- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা তো অনেক আগের সিদ্ধান্ত। আমাদের কাছে সিদ্ধান্তটা কনভে করা হয়েছে। আমরা অ্যালোকেশন অব বিজনেস দেখছি। প্রয়োজন হলে পুরোপুরিটার জন্য আমরা আবার মিটিং করবো।