চট্টগ্রাম

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজে বিস্ফোরণ, চার শ্রমিক দগ্ধ

(Last Updated On: )

চট্টগ্রামের সীতাকুণ্ডে যমুনা শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- নাটোরের গোবিন্দপুর থানার নোয়াপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মোহাম্মদ সোহেল রানা, বগুড়ার আদমদীঘি থানার শান্তিরা গ্রামের জাহিদ হাসান, রংপুরের পীরগঞ্জ থানার মোহাম্মদপুর গ্রামের মিজানুর রহমান মিলন এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার গোদা গ্রামের মামুন ফিরোজ।  তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমদানি করা স্ক্র্যাপ জাহাজে শ্রমিকরা কাজ করার সময় একটি ট্যাংকি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় জাহাজে আগুন ধরে গেলে ওই শ্রমিকরা দগ্ধ হন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দগ্ধ শ্রমিকদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অন্যরা শঙ্কামুক্ত।