চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় পিকআপের সামনে থাকা ২ পথচারীর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন- মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার দক্ষিণ মেহেদীনগর গ্রামের মো. আলমগীরের ছেলে মেহেদী হাসান জনি (১৩) ও বাগেরহাট জেলার চিতলমারী থানার বড়গুলি গ্রামের মো. মিন্টুর ছেলে মো. সায়েম (১০)। এছাড়া আহত হয়েছেন নিহত সায়েমের পিতা মিন্টু।
আজ রবিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় পৌরসদরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. আমীর ফারুক জানান, সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড বাইপাস সড়ক এলাকায় ঢাকামুখী দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে একইমুখী লরি পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনে থাকা ৩ পথচারী চাপা পড়ে। এর মধ্য জনি ও সায়েম নামে দুই কিশোর নিহত হয় এবং সায়েমের বাবা মিন্টু গুরুতর আহত হয়। আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।