চট্টগ্রামে এসেছে চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সিনোফার্ম এবং মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা।
রোববার (১১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে টিকা বহনকারী বিশেষ গাড়ি।
এসময় ভ্যাকসিন গ্রহণ কমিটির সদস্যদের উপস্থিতিতে টিকার চালান গ্রহণ করেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
ডা. সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, মডার্নার ১ লাখ ৫ হাজার ৬০০ ডোজ এবং সিনোফার্ম এর দ্বিতীয় চালানে ৭৮ হাজার ৪০০ ডোজ ভ্যাকসিন আমার পেয়েছি। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই শাখায় এসব কোভিড-১৯ ভ্যাকসিন ওয়াক-ইন-কুলারে সংরক্ষণ করা রয়েছে। বিভিন্ন টিকাদান কেন্দ্রে পর্যায়ক্রমে এসব টিকা পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, মডার্নার টিকা সিটি করপোরেশন এলাকার ৯টি কেন্দ্রে এবং সিনোফার্ম এর টিকা উপজেলাগুলোতে দেওয়া হবে। ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সিনোফার্মের টিকা দেওয়া হবে। ১৩ জুলাই থেকে সিনোফার্ম এর টিকা বন্ধ করে মডার্নার টিকা দেওয়া হবে। তবে এখন পর্যন্ত যারা চমেক হাসপাতাল থেকে সিনোফার্ম এর টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ সংরক্ষণ করে রাখা হবে।