জাতীয়

সিনেমা হলের ভেতরে মিললো সাবেক সেনা সদস্যের লাশ

(Last Updated On: )

গাইবান্ধার সাঘাটায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য বুলু মিয়ার (৬৬) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ মার্চ) সকাল ৯টায় সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের রোমা সিনেমা হল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রোববার সকালে সাঘাটার জুমারবাড়ির রোমা সিনেমা হলের স্বত্তাধিকারী ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য বুলু মিয়ার রক্তাক্ত লাশ রোমা সিনেমা হলের ভেতরে দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।


সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। অবসরপ্রাপ্ত সেনাসদস্য বুলু মিয়ার হার্টের সমস্যা ছিলো। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।