জাতীয়

সিআইডির হেফাজতে জাপানি মায়ের সেই দুই সন্তান

(Last Updated On: )

জাপানি নাগরিক নাকানো এরিকোর দুই সন্তানকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হেফাজতে নেয়া হয়েছে। । রবিবার (২২ আগস্ট) বিকেলে সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, জাপানি নাগরিকের ওই দুই সন্তানকে হেফাজতে নিয়েছে সিআইডি। সিআইডির প্রধান কার্যালয়ে তাদের নিয়ে আসা হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার দুই জাপানি শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা এবং তাদের বাবা শরীফ ইমরানকে এক মাসের জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে দুই শিশুকে আগামী ৩১ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

উল্লেখ্য, জাপানের নাগরিক চিকিৎসক নাকানো এরিকো ঢাকা এসে ১৯ আগস্ট হাইকোর্টে একটি রিট আবেদন করেন। মেয়ে দুটির বাবা বাংলাদেশি শরীফ ইমরানের কাছ থেকে সন্তানদের নিজের জিম্মায় পাওয়ার আবেদন করেন তিনি।