সারা দেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেপ্তার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে পাঠানো, পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির উদ্যোগে আগামী বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি হবে।
নয়াপল্টনে মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
গত ১২ অক্টোবর থেকে বিভাগীয় গণসমাবেশ শুরু করেছে বিএনপি। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় হবে মহাসমাবেশ। এরই মধ্যে চট্টগ্রাম ও ময়মনসিংহে বিভাগীয় গণসমাবেশ হয়েছে।