প্রধান পাতা

সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার

(Last Updated On: )

চন্দনাইশে সাজাপ্রাপ্ত বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে পৃথক পৃথক অভিযানে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তাররা হলো— সাতবাড়িয়া এলাকার মহিউদ্দিনের ছেলে মো. আলমগীর, পদ্মাডেপা এলাকার আলী আকবর (৫০) এবং তার ছেলে মো. আলী হোসেন (৩০)।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে গাছবাড়িয়া কলেজ গেইটের পশ্চিমে বটতল দুর্লভ পাড়া জামে মসজিদের সামনে রাস্তার ওপর থেকে ২১৬ পিস ইয়াবাসহ পলাতক আসামি আলমগীরকে গ্রেপ্তার করে। এছাড়া গতকাল শুক্রবার ও আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক বাবা-ছেলেকে গ্রেপ্তার করে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। মাদক উদ্ধারসহ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।