কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তৌনিক মকবুল (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তৌনিক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকার শ্যামলীর আদাবর এলাকার নুরুল আমিনের ছেলে।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় সিগাল পয়েন্টের সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল তিন বন্ধু কক্সবাজারে বেড়াতে আসে। আজ (বুধবার) দুপুরে সিগাল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যায় তিন বন্ধু। সেখান থেকে দু’জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে তৌনিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘নিখোঁজের খবর পেয়ে সৈকত কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তৌনিক নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।