জাতীয়

সাংবাদিক পরিচয়ে ভুয়া কার্ডধারীর বিরুদ্ধে পিআইডির জিডি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

 সাংবাদিক পরিচয়ে ভুয়া অ্যাক্রেডিটেশন কার্ড নম্বরধারী এক প্রতারকের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তথ্য অধিদফতর (পিআইডি)।

বৃহস্পতিবার (১১ মার্চ) এ বিষয়ে তথ্য অধিদফতরের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে, যার নম্বর ৬৭৬, তারিখ-১১/০৩/২০২১।

সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, জনৈক এম. শাকির আলী বেআইনিভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম সংবলিত এবং তথ্য অধিদফতরের অ্যাক্রেডিটেশন কার্ড নম্বর ব্যবহার করে একটি ভিজিটিং কার্ড ছাপিয়ে ক্রাইম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিজেএবি) এর জেনারেল সেক্রেটারি পরিচয় দিয়ে বেড়াচ্ছেন, যা তথ্য অধিদফতরের দৃষ্টি আকৃষ্ট করেছে। তার ভিজিটিং কার্ডে তথ্য অধিদফতরের অ্যাক্রিডিটেশন কার্ড নং-৩৯২৭ ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ।

প্রকৃতপক্ষে তথ্য অধিদফতরের ৩৯২৭ নং কার্ড অন্য একজন সাংবাদিকের নামে ইস্যু করা হয়েছিল, যার মেয়াদ গত ২০১৩ সালে শেষ হয়ে গিয়েছে।

এ প্রেক্ষিতে এই ভুয়া কার্ডধারী এম. শাকির আলী সম্পর্কে সকলকে সচেতন থাকার জন্য তথ্য অধিদফতরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।