জাতীয়

‘সহ্য’ করতে না পেরে শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক

(Last Updated On: )

হবিগঞ্জে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। বুধবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার গোপায় ইউনিয়নের বড় বহুলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শাশুড়ির নাম শফর চাঁন বিবি (৮৫)। তিনি ওই গ্রামের মৃত মহরন আলীর স্ত্রী। ঘটনার পর তার পুত্রবধূ নাজমা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানায়, বিয়ের পর থেকে শাশুড়িকে সহ্য করতে পারছিলেন না নাজমা। এ নিয়ে তাদের ঝগড়া হতো। আজ সকালে তাদের বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যায়। সেখানে গিয়ে শফর চাঁনকে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দোস মোহাম্মদ। তিনি জানান, সকাল ৯টায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।