জাতীয়

সহজডটকমের জরিমানা ২ লাখ, রনি পাবেন ৫০ হাজার

(Last Updated On: )

রেলওয়ের অব্যবস্থাপনার ঘটনায় সহজডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ জুলাই) ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে অভিযোগকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির উপস্থিতিতে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক (অভিযোগ) হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মানুযায়ী আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ভোক্তা অধিকার আইনের ৭৬ (৪) ধারা অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ পাবেন অভিযোগকারী। প্রাথমিকভাবে বিকাশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।

এদিকে রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে গত ৭ জুলাই থেকে আন্দোলন চালিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির আন্দোলনের বিষয়ে খোঁজ-খবর জানতে চেয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি জানে কিনা, জানলে কী ব্যবস্থা নিয়েছে সেটাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

ওই শিক্ষার্থীর বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বুধবার এ মন্তব্য করেছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।

এ সময় আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, কোর্ট আমাকে বলেছেন, আপনি কি ডেইলি স্টার পড়েছেন? আমি বলেছি পড়েছি।

তখন আদালত বললেন, নিউজটা কি দেখেছেন? আমি বলেছি দেখেছি।

দেখে জজ সাহেবের দৃষ্টি আকর্ষণ করলাম। এ সময় আদালত বললেন, তিনি হাতকড়া অবস্থায় দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে, এটা দুদক জানে কিনা জানলে কোনো ব্যবস্থা আছে কিনা। এটা জানান।

খুরশীদ আলম খান সাংবাদিকদের আরও জানান, বিষয়টি অফিসে (দুদক) অবহিত করেছি। অফিস তথ্য উপাত্ত দিয়ে আমাকে জানালে আমি আদালতকে জানিয়ে দেব।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, রেলের টিকিট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির একক আন্দোলনের বিষয়ে হাইকোর্ট জানতে চেয়েছেন।