চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, সরকারের পাশাপাশি স্ব স্ব এলাকায় ধর্নাঢ্য ব্যক্তিরা সহযোগিতা করলে সমাজের অসহায় মানুষের উপকার হয়। যারা সাহায্য নিয়ে এগিয়ে আসেন তাদের ধন্যবাদ। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ এখন আর স্বপ্ন নয় সেটি বাস্তবায়ন আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্মিলিত ভাবে অতীতে যেমন সফল কার্যক্রমের পরিসমাপ্তি হয়েছে তেমনি ভবিষ্যতেও সকলে মিলে বাকি উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিয়ে যাব। এক্ষেত্রে যে যার অবস্থান থেকে সহযোগিতা করার জন্য তিনি সকলকে আহবান জানান। ২২ জানুয়ারি ২০২২ ইং শনিবার বিকালে তাহের নাহার ফাউন্ডেশন’র সার্বিক সহযোগিতায় পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত হাজিপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহের নাহার ফাউন্ডেশনের সভাপতি বিজিএমইএর সাবেক সহ সভাপতি শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ ফেরদৌস’র সভাপতিত্বে ও পাঁচলাইশ ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আ’লীগ নেতা আবদুল্লাহ আল মামুন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস শাকুর ফারুকী, পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক এটিএম জমির উদ্দিন মানিক, আ’লীগ নেতা নুরুল কবির, এস এম ইয়াকুব আলী, বদিউল আলম, আশেকানে আউলিয়া কলেজ ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা ভিপি আবু সাদাত মোহাম্মদ সায়েম, নুরুল আবছার, মোহাম্মদ ফারুক।
উপস্থিত ছিলেন পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বখতিয়ার উদ্দিন মেম্বার, আবদুর শুক্কুর পাঁচলাইশি, এস এম জাহাঙ্গীর আলম, আবদুল আউয়াল, বঙ্গবন্ধু মহিলা পরিষদের সভাপতি লায়ন শারমিন সুলতানা মৌ, সেকান্দর হোসেন মিয়া, সেলিম হোসেন চৌধুরী, সাইফুদ্দিন বাবুল, মোহাম্মদ হাসান, মহিলা আ’লীগ নেত্রী শাহনাজ ইলিয়াস, জান্নাতুল ফেরদৌস মুন্নি, লাকি আকতার মমতাজ বেগম, সাজ্জাদ হোসেন খান, এনামুল হক, সাইফুল ইসলাম সাইফ, ইফতেখারুল ইসলাম রিপন, আমিনুল করিম প্রমুখ।
(Last Updated On: )