ঈদ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গণভবন থেকে তিনি ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর ওই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, সংসদ টিভি থেকে লিঙ্ক নিয়ে সরাসরি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করার জন্য বিশেষভাব বলা হয়েছে।
শুক্রবার (১৪ মে) দেশে ঈদুল ফিতর উদযাপন হবে। করোনা সংক্রমণ এড়াতে গত বছরের মতো এবারও নানা বিধিনিষেধের মধ্যে ঈদ উদযাপন করতে হচ্ছে।