জাতীয়

সন্তানের ‘গোপনাঙ্গ কেটে’ হত্যা করে মায়ের আত্মহত্যার চেষ্টা

(Last Updated On: )

সিরাজগঞ্জ সদরে নিজ সন্তানের গোপনাঙ্গ কেটে হত্যা করে মা আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাঁতী গ্রামে এমন ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত শিশুর নাম লিমন হোসেন (৫)। ওই শিশুর গোপনাঙ্গ কেটে হত্যা করেছে শিশুটির মা লিপি খাতুন। ছেলেকে হত্যার পর নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। নিহত লিমন ওই গ্রামের ইমরুল কায়েসের ছেলে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বাড়ির পাশে একটি ঘাসের জমিতে নিয়ে সন্তানের গোপনাঙ্গ কেটে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন মা লিপি খাতুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।