জাতীয়

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ

(Last Updated On: )

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন আজ। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা।

সজীব ওয়াজেদ জয় ১৯৭১ সালের ২৭ জুলাই জন্মগ্রহণ করেন। পিতা প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ও মা শেখ হাসিনার প্রথম সন্তান তিনি।

ভারতের নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ থেকে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের দ্যা ইউনিভার্সিটি অব টেক্সাস এ্যট আর্লটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন জয়। এরপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক-প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বসবাস করছেন।

২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি জয়কে তার পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য করা হয়। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন তিনি।

তার জন্মদিন উপলক্ষে দোয়া মহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। একই সঙ্গে দোয়া, বৃক্ষরোপণ ও রান্না করা খাবার বিতরণের আয়োজন করেছে কেন্দ্রীয় যুবলীগ। এছাড়া আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে৷