প্রধান পাতা

সচলের দুই দিন পর বিকল চট্টগ্রাম-দোহাজারী রুটের ডেমু ট্রেন

(Last Updated On: )

যান্ত্রিক ত্রুটির কারণে ৯ দিন বন্ধ ছিল চট্টগ্রাম-দোহাজারী রুটের ডেমু ট্রেন চলাচল। সেই ক্রটির সমাধান করে চালু হয় ট্রেন চলাচল।

দুই দিনের মাথায় আবার বিকল হয়েছে চট্টগ্রাম-দোহাজারী রুটের ডেমু ট্রেনটি। এতে ভোগান্তিতে পড়েছেন এ রুটে যাতায়াতকারীরা।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে এ রুটে ডেমু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ডেমু ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

এর আগে গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম-দোহাজারী রুটে চলাচলরত ডেমু ট্রেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারানোর জন্য ৯ দিন বন্ধ ছিল ডেমু ট্রেন চলাচল। ত্রুটি সারানোর পর ১৯ সেপ্টেম্বর বিকেল থেকে ডেমু ট্রেনটি চলাচল শুরু করে। এর দুই দিনের মাথায় আবারো বিকল হয়ে পড়েছে ট্রেনটি।  

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, যান্ত্রিক ক্রটির সমাধান করে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছিল। কিন্তু বুধবার বিকেল থেকে সামান্য ক্রটি দেখা দেয়। তাই আজকে ট্রেন চলাচল বন্ধ ছিল। রোববার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।