জাতীয়

সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠাতে চায় ইসি


Warning: strlen() expects parameter 1 to be string, array given in /home/khalinews/public_html/wp-includes/functions.php on line 262
(Last Updated On: )

জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর এ কথা জানান।

নির্বাচন কমিশনার বলেন, ‘যেসব কেন্দ্রে সকালে ব্যালট পেপার পাঠানো সম্ভব সেগুলোকে চিহ্নিত করা এবং যেখানে পাঠানো সম্ভব না, সেখানে বিশেষ ব্যবস্থায় রাতে ব্যালট পেপার পাঠানো, পথে যেন মিসইউজ বা ছিনতাই না হতে পারে।’

তিনি বলেন, ‘এবারও ব্যালটেই নির্বাচন হবে। আগেও যেভাবে এগোনো হয়েছে, এবারও সেভাবেই হবে। ব্যালটে নির্বাচনে যাতে কোনোরকম অপব্যবহার না হয়, সেজন্য আমাদের কিছু কৌশল আছে। সেগুলো আমরা প্রয়োগের চেষ্টা করব।’

ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘বিষয়টি নিয়ে ফরমাল কোনো আলোচনা হয়নি। চিন্তা-ভাবনাও নাই। কারণ, আপনারা জানেন ৩০০ আসনে যখন ভোট হয় চার লাখ ভোটকেন্দ্র থাকে। সেখানে হয়তো বেশকিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকবে। এত কেন্দ্রে সিসি ক্যামেরা লাগিয়ে তা দেখা কঠিন। আমরা সে ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ ব্যবস্থা… আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশি সদস্য নিয়োগ করব।’

নির্বাচন নিয়ে দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের চাপ আছে কিনা জানতে চাইলে সাবেক এই ইসি সচিব বলেন, ‘এ বিষয়ে কোনো চাপ নেই। থাকবে কেন? আমরা প্রথম থেকেই বলছি, বিদেশি পর্যবেক্ষক যত খুশি আসতে পারে। আমাদের পক্ষ থেকে কোনো লিমিটেশন নেই। তারা আমাদের কাছে আবেদন করলে সেটা পাঠিয়ে দিই পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তারা আবার এটা পর্যালোচনা করে দেখে যে আবেদনকারীরা আসলেই পর্যবেক্ষক কিনা, অতীতে পর্যবেক্ষণে সম্পৃক্ত ছিল কিনা। অনেক সময় তারা মানবপাচারের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে অথবা অন্য অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। তারা এগুলো দেখে। এরপর ভিসা দেওয়া হলে আমাদের তরফ থেকে আপত্তি থাকে না।’