কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী সোমবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ শনিবার এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম। তিনি জানান, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক কাতার সফর নিয়ে কথা বলবেন।
এর আগে গত ৪ মার্চ এলডিসিবিষয়ক পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতার যান প্রধানমন্ত্রী। সে সম্মেলনে অংশ নেওয়ার পর গত বুধবার তিনি দেশে ফেরেন।