জাতীয়

সংকেতে না থেমে এএসআইকে পিষে দিলো মাইক্রোবাস

(Last Updated On: )

মাদক পরিবহনের খবরে একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিয়েছিলেন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী মো. সালাউদ্দিন। কিন্তু মাইক্রোবাসটি সংকেত অনুযায়ী না থেমে তাকে রাস্তায় পিষে দিলে মারা যান সালাউদ্দিন। আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় মাসুম নামে এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। সালাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। আহত কনস্টেবল মাসুমকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া বলেন, ‘চোলাই মদ পরিবহন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ভোর পাঁচটার দিকে মেহরাজ খান চৌধুরী ঘাটা এলাকায় একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিয়েছিলেন সালাউদ্দিন। কিন্তু মাইক্রোবাসটি না থেমে সামনে দাঁড়িয়ে থাকা সালাউদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে চান্দগাঁও বোর্ড স্কুল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি আটক করে। মাইক্রোবাসটিতে ৭৩০ লিটার চোলাই মদ পাওয়া গেছে।’