পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মেয়েকে শাহিন শাহ আফ্রিদি বিয়ে করবেন বলে জানা গেছে অনেক আগেই। আর চলতি বছরেই হবে তাদের বাগদান। কিন্তু বৈবাহিক কার্যক্রম শুরু হওয়ার আগেই হবু শ্বশুরের জার্সি পেয়েছেন এই পাকিস্তানি তারকা পেসার। আর তাতেই উচ্ছ্বসিত তিনি।
বাংলাদেশ সফর শেষ করে এখন পাকিস্তানে অবস্থান করছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। দুদল মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ শুক্রবার। আর সিরিজের প্রথম ম্যাচেই শহিদ আফ্রিদির ১০ নম্বর জার্সি পড়ে মাঠে নামবেন উদীয়মান তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি।
হবু শ্বশুরের জার্সি পেয়ে উচ্ছ্বসিত শাহিন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘এটা স্রেফ একটা জার্সি নম্বরের চেয়ে অনেক বেশি কিছু। এই জার্সি সততা, নিষ্ঠা ও পাকিস্তানের প্রতি গভীর ভালোবাসার প্রতীক। লালার (শহিদ আফ্রিদি) ১০ নম্বর জার্সি পরে আমি এখন পাকিস্তানের হয়ে খেলবো। আমি কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি। শুধুই পাকিস্তান।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক রিটুইট করে লিখেছেন, ‘আমি অনেক সম্মান ও গর্ব নিয়ে এই জার্সি পরতাম। আমি আনন্দিত যে ১০ নম্বর জার্সি এখন পরবে শাহিন, যে যোগ্য উত্তরসূরি! শাহিন আমি তোমাকে অনেক শুভকামনা জানাই, উপরে উঠতে থাক এবং সর্বোচ্চ গর্ব নিয়ে পাকিস্তানের জার্সি পর।’