প্রধান পাতা

শেখ হাসিনা বিশ্বের কাছে উদাহরণ- মোছলেম উদ্দিন আহমদ এমপি

(Last Updated On: )


চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ বিশ্ব স্বীকৃত সফল নেত্রী। তাঁর হাত ধরে বাঙালী জাতি এগিয়ে চলেছে দূর্বার গতিতে। দিশেহারা বাঙালি জাতিকে সাহসে বুক বেঁধে মাথা উঁচু করে দাঁড়ানোর পথ দেখিয়েছেন শেখ হাসিনা। বার বার হামলাসহ বহু রাজনৈতিক সঙ্কট অতিক্রম করে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বাংলার মানুষের জন্য। বিভিন্ন সংকট মোকাবেলায় পারদর্শী শেখ হাসিনা বিশ্বের কাছে উদাহরণ। আজ ২৮ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৩টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্ত্বা আমাদের মনে গেঁথে দিয়েছিলেন। এই বোধ থেকেই স্বাধীনতার চেতনা আমাদের জাগ্রত হয়। বঙ্গবন্ধুকে বলা হয় রাজনীতির কবি। মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বঙ্গবন্ধু দেশকে একটি সম্মানজনক জায়গায় দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। যার সুফল বেশী ভোগ করেছে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ের সরকারগুলো। বঙ্গবন্ধু জাতিকে স্বপ্ন দেখিয়ে, সেই স্বপ্ন পূরণ করেছিলেন। তাঁর যোগ্য কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর ন্যায় জাতিকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন পূরণের জন্য বিরামহীন প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। উন্নয়ন, শান্তি, মানবতার এক আলোকিত নাম শেখ হাসিনা। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার নাম শেখ হাসিনা, দেশ ও জনগণের প্রতি তাঁর ভালবাসার কোন কার্পন্য নেই। নেই কোন অযুহাত, তার রাজনীতি ভালবাসা ও কর্তব্য পূরণের।

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম সেলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন মোঃ এমরান, ত্রাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, বোয়ালখালী পৌরসভা মেয়র মেয়র জহুরুল ইসলাম জহুর, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, শফিউল আলম, নুরুল আবছার হিরা, আবদুর রউফ, নুরুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, চেয়ারম্যান বেলাল হোসেন, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, চেয়ারম্যান কাজল দে, চেয়ারম্যান শামসুল আলম, চেয়ারম্যান শফিউল আজম শেফু, আওয়ামী লীগ নেতা এড: নুর হোসেন, তারেকুল ইসলাম, শেখ শহিদুল আলম, এস এম জাকারিয়া, রুস্তম আলী, বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী, আলমগীর মোর্শেদ বাবু, জি এম বাবর চৌধুরী, আনিসুর রহমান বাবর, রতন চৌধুরী, ইসমাইল হোসেন খোকন, দিদারুল আলম, আবু কাউছার, রাজীব চক্রবর্ত্তী, অধ্যাপক আবু নঈম চৌধুরী, আবদুল্লাহ আল হারুন রিপন, আবদুল্লাহ আল নোমান, রেবেকা সুলতানা মনি, মোশারফ হোসেন, শাহনাজ পারভীন নিলু, জগধা চৌধুরী, দেলোয়ার হোসেন হাসান, এস এম বোরহান উদ্দিন, আবদুল মোনাফ মহিন, দিদারুল আলম, ইকবাল হোসেন তালুকদার, কার্তিক শীল, মিজানুর রহমান সেলিম, সায়েম কবির, সাইদুল আলম, ইকরামুল হক মুন্না, মাহাবুবুল আলম রাসেল, মো: জাবেদ হোসেন, আরিফুল হক, লিটন চৌধুরী প্রমুখ।