পটুয়াখালীর গলাচিপার চরকাজলের ছোট শিবা এলাকা থেকে নিখোঁজের দুইদিন পর স্বপ্না (১৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকালে স্বপ্না কলই শাক তুলতে এলাকার সোবহান সর্দারের ছেলে রেজাউল সর্দারের (৪০) ক্ষেতে যায়। এ সময় তার সঙ্গে তার এক দাদী ছিল। শাক তোলা শেষে দাদী বাড়ি ফিরলেও স্বপ্না তখনও ক্ষেতে শাক তুলছিল। পরে তাকে খুঁজে না পেয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ রেজাউলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের কথা স্বীকার করেন। তার দেখানো স্থান থেকে রাত সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার জানান, ধর্ষণের পর হত্যা করে লাশ গুমের অভিযোগে রেজাউলকে আটক করা হয়েছে। তিনি স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছ। এ বিষয়ে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।