চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, শিক্ষা সবার অধিকার এই বিশ্বাসে জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা প্রসারের উদ্দেশ্যে বাস্তবসম্মত কর্মসূচী অব্যাহত রেখেছে। বিশ্বে প্রথম একমাত্র বাংলাদেশেই বছরের প্রথম দিনে উৎসবের আমেজ নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণসহ, উপবৃত্তি চালু, বিদ্যুৎ, স্বাস্থ্যসম্মত টয়লেট, পানীয় জলের ব্যবস্থা সম্বলিত আধুনিক বিদ্যালয় ভবন তৈরী করে, শেখ হাসিনার সরকার শিশু-কিশোরদের বিদ্যালয় মুখী করার ক্ষেত্রে সফলতা এনেছে। আজ ২২ জানুয়ারি (শনিবার) সকালে বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নে হাজী আমজাদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, একটি আদর্শ পরিবার একটি আদর্শবান সন্তান সমাজকে উপহার দিতে পারে। সমাজের নানা অসংগতি অস্থিরতার কারনে সন্তান যাতে বিপথে পরিচালিত হতে না পারে সেদিকে নজর রাখতে হবে। পরিবর্তিত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে এমন উপযুক্ত করে আজকের প্রজন্মকে বাংলাদেশের একজন সৎ যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা প্রয়োজন। এই লক্ষে জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাকে অধিক গুরত্ব দিচ্ছেন। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে নানাবিধ সুযোগ সুবিধা অব্যাহত রেখেছেন। শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা, কৃষি উন্নয়ন প্রভূতি বিষয়ের প্রতি সরকারী পরিকল্পনার ফলে জনগণ উপকৃত হচ্ছে |
সুভাশিষ নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, বোয়ালখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, সাবেক ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হাক্কানী, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কধুরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম শেফু, এড: আবু তৈয়ব কিরণ, কধুরখীল ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক দিদারুল আলম, যুগ্ম-আহবায়ক রাজীব চক্রবর্ত্তী, আবু কাউছার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহ আলম রাসেল, বাবর উদ্দিন, নুরুল আবছার তোফায়েল আহমদ মেম্বার, আবদুল হালিম, হাজী আবুল কাশেম, মো: ইসহাক, মো: সিরাজ, মো: আনোয়ার, মো: শওকত, মো: রুবেল, মো: আবদুল কাদের ইমন, মো: ফরহাদ, মো: জাবেদ, নবজিৎ চৌধুরী রানা, আবদুল করিম, মো: মোজাম্মেল, ঝন্টু নাথ, ইমরানুল হক মামুন, মো: সরোয়ার, মৃণাল কান্তি বিশ্বাস টিটু, শংকর চন্দ্র চন্দ, শিমুল শীল, রোজী আক্তার, পান্না কাইছার, মো: শাহেদ, তৌহিদুল ইসলাম, শাহাদাত হোসেন, প্রবাসী মো: শাহেদ আলম, মো: নাছির উদ্দিন, অরবিন্দ চৌধুরী, উত্তম চৌধুরী মিল্টন, পার্থ সারথী, মোকতার হোসেন, নুরুল আজিম, মো: আবু মহসিন প্রমুখ।