চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা একটি ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় ১২টি সোনার বার পাওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।
রোববার (১৬ এপ্রিল) দিবাগত রাতে এয়ার এরাবিয়ার ফ্লাইটের তিনটি সিটের ওপর থেকে বারগুলো জব্দ করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে রাত ৮টা ৫০ মিনিটের দিকে এয়ার এরাবিয়ার জি৯৫২২ ফ্লাইটটি চট্টগ্রাম পৌঁছে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেন, গোপনে সূত্রে সংবাদ পেয়ে সিটের ওপর পরিত্যক্ত অবস্থায় বারগুলো পাওয়া যায়। উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন ১ কেজি ৩৯২ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।