চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজির বেশি সোনাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে একটি গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা শারজাহ থেকে আসা মো. আতিক উল্লাহ নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করেন।
মো. আতিক উল্লাহর বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান জানান, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ থেকে সন্ধ্যায় চট্টগ্রামে আসেন আতিক। বিমানবন্দরের ইমিগ্রেশন লাউঞ্জ থেকে গোয়েন্দারা তাকে আটক করে তল্লাশি করে কোমরের বেল্টে বিশেষ কৌশলে রাখা ২৪টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম অলংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা ২৪টি বারের ওজন তিন কেজি, যার বাজার দর ২ কোটি টাকার মতো এবং ১০০ গ্রাম গহনার দাম প্রায় সাড়ে আট লাখ টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তা সাইফুর। গ্রেপ্তার আতিকের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।