শপথ নিয়েছেন বোয়ালখালী ও চন্দনাইশ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান। তাদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, মামলা সংক্রান্ত জটিলতার কারণে চরণদ্বীপ ইউনিয়নের মোহাম্মদ শামসুল আলম শপথ নিতে পারেননি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল নাহার ও চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।
বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে মো. আবদুল মান্নান, সারোয়াতলী ইউনিয়নে মো. বেলাল হোসেন, পোপাদিয়া ইউনিয়নে এসএম জসিম উদ্দীন, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে মোহাম্মদ মোকারম, আমুচিয়া ইউনিয়নে কাজল দে, আহল্লা করলডেঙ্গা ইউনিয়নে মোহাম্মদ হামিদুল হক নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নেন।
চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নে আমিন আহমেদ চৌধুরী, বরকল ইউনিয়নে আবদুর রহিম, কাঞ্চনাবাদ ইউনিয়নে মোহাম্মদ আব্দুল শুক্কুর, ধোপাছড়ি ইউনিয়নে মো. আবদুল আলীম, বৈলতলী ইউনিয়নে এসএম সায়েম, হাসিমপুর ইউনিয়নে মো. খোরশেদ বিন ইসহাক, বরমা ইউনিয়নে মোহাম্মদ খোরশেদ আলম নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন।