বোয়ালখালী উপজেলার ০৭টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান।
আজ (২৩ ফেব্রুয়ারী) বৃহষ্পতিবার সকালে উপজেলা সদরের গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাহমিনা আক্তার । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল আলম , ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব নুরুল আমিন চৌধুরী,সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সহ প্রমুখ ।