চট্টগ্রাম

লোহাগাড়ার ৬০ শিক্ষার্থী পেলো ‌‘ইউএনও অ্যাওয়ার্ড’

(Last Updated On: )

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ’র উদ্যোগে আয়োজিত ‘ইউএনও মেধাবী ছাত্র-ছাত্রী অ্যাওয়ার্ড-২০২২ প্রতিযোগিতা’, ‘মভ টেস্ট’ এবং ‘ইউসেট’ মূল্যায়ন পরীক্ষায় বিজয়ী ৬০ জন শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা পাবলিক হলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ`র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু রায়হান দোলন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান, মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, পুটিবিলা ইউপির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন মানিক, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এছাড়া অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবক, উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইউএনও শরীফ উল্যাহ’র উদ্যোগে গত কয়েকমাস ধরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কয়েকধাপে ‘ইউএনও মেধাবী ছাত্র-ছাত্রী অ্যাওয়ার্ড প্রতিযোগিতা’, ‘মভ টেস্ট’ এবং ‘ইউসেট’ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে চূড়ান্ত পর্যায়ে ৬০ জন মেধাবী ছাত্র-ছাত্রী বিজয়ী হন।