লেখক,গবেষক, শ্রমিক নেতা আহমদ কবীর(৬৭) আজ সকাল ৯.৩০ পটিয়া সুচক্রদন্ডী নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্না…..রাজেউন)। তিনি খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য, চট্টগ্রাম দক্ষিন জেলার সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রেজাউল কবিরের বড় ভাই ।
আজ বাদ আছর সুচক্রদন্ডী নাছির মোহাম্মদ সিদ্দিকী জামে মসজিদে প্রথম, রাত দশটায় ২য় জায়নাজা অনুষ্ঠিত হবে।
মৃত্যকালে তিনি স্ত্রী ১ ছেলে ২ মেয়ে সহ অসংখ্যগুনগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন প্রফেসর মাহফুজা খানম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি প্রফেসর এ বি এম আবু নোমান, সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য, বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুল, সাধারণ সম্পাদক কাজল নন্দী,দিশারী খেলাঘর আসরের সভাপতি জামাল আবদুল নাসের, সাধারণ সম্পাদক প্রবীর শীল, পূর্বাশা খেলাঘরের সভাপতি আরিফ উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সজীব কুমার নাথ, দ্বীপশিখা খেলাঘরের সভপতি অধ্যাপক পুষ্প কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া পল্লব, কিশোর কানন খেলাঘরের সভাপতি নন্দন দত্ত, সাধারণ সম্পাদক রুপম চৌধুরী, দীপায়ন খেলাঘরের সভাপতি বিপ্লব চৌধুরী, সাধারণ সম্পাদক রঞ্জন দেব, সোপান খেলাঘরের সভাপতি জয়নাল ফারুক মোর্শেদ, সাধারণ সম্পাদক সুদর্শন দাশ, প্রীতিলতা খেলাঘরের সভাপতি হিমেল দে সাধারণ সম্পাদক নিশান দাশ, মুক্তপ্রাচীর খেলাঘরের সভাপতি এস এম শাহনেওয়াজ আলী মীর্জা, সাধারণ সম্পাদক মুছিবত উল্লাহ বাবুল,বর্ণরেখা খেলাঘরের সভাপতি ডা: জয়দত্ত বড়ুয়া সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ, মুক্তমন খেলাঘরের সভাপতি রঞ্জন চৌধুরী সাধারণ সম্পাদক রুপক শীল,সংকেত খেলাঘরের সভাপতি রুপন কুমার দে সাধারণ সম্পাদক অসীম চক্রবতী,মুক্তাঙ্গন খেলাঘরের সভাপতি প্রতাপ কুমার বড়ুয়া সাধারণ সম্পাদক বাবলা বড়ুয়া, দেশপ্রিয় খেলাঘরের সভাপতি শিবলী সাদিক কফিল, সাধারণ সম্পাদক সুজন বিশ্বাস, শংখতট খেলাঘরের সভাপতি নুরুল আবছার সাধারণ সম্পাদক ডা; সুব্রত দেব সজীব, টংকাবতী খেলাঘরের সভাপতি অধ্যাপক পুষ্পেন চৌধুরী সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য্য গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।