সারাদেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষের মৃত্যু হচ্ছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১৪ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে।
শুক্রবার ২৩ জুলাই থেকে শুরু হবে এই কঠোর লকডাউন। চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী। এছাড়া পুলিশ ও বিজিবিও কাজ করবে। তারা পূর্বের যে কোন সময়ের চেয়ে কঠোরতম অবস্থানে থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
উল্লেখ্য, কোভিড-১৯ মহামারীর গত দেড় বছরে এখনই সবচেয়ে বিপর্যয়কর অবস্থা চলছে বাংলাদেশে। করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে গত এপ্রিল থেকে রোগীর সংখ্যা বাড়ছিল। মে মাসে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও জুলাই মাসে এসে আগের সব রেকর্ড ভাঙছে।