চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে যুবক অপহরণ, আটক ৩

(Last Updated On: )

কক্সবাজারের টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী চক্রের ৩ জন সদস্যকে আটক করেছে এপিবিএনের সদস্যরা।

সোমবার (৩০ আগস্ট) ভোরে টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি ছড়ার পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্লক-এ/৪ এর বাসিন্দা মৃত দুদু মিয়ার ছেলে আবুল কাশেম (৩২), ব্লক-ডি/২ এর বাসিন্দা ছিদ্দিকের ছেলে নুর কামাল (২৫) এবং ব্লক-ই/৮ এর বাসিন্দা মৃত দিল মোহাম্মদের ছেলে মো. কাউসার ওরফে হাফেজ ইউনুস (৩১)।

অপহরণের শিকার যুবক ব্লক-ই/৫ এর বাসিন্দা আবুল কালামের ছেলে নাজিম উদ্দিন (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক। তিনি বলেন, গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টায় শালবাগান ক্যাম্প থেকে সন্ত্রাসী ত্বোহা গ্রুপের ৮ থেকে ৯ জন সন্ত্রাসী নাজিম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে ১৬ এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে অপহৃত যুবক নাজিম উদ্দিনকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ ও উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।