প্রধান পাতা

রোববার চ্যানেল নাইনে ‘ছ্যাকা খাওয়া সমবায় সমিতি’

(Last Updated On: )

চ্যানেল নাইনে আগামীকাল রোববার রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘ছ্যাকা খাওয়া সমবায় সমিতি’। আরহি চৌধুরীর রচনায় এটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন, ক্যামেরায় ছিলেন সানি খান। নাটকে অভিনয় করেছেন এম, এ সালাম সুমন, রেজমিন সেতু, হারুনরশিদ, আলামিনসহ অনেকে।

অভিনেতা সুমন বলেন, ‘অনেক মজার একটা গল্প “ছ্যাকা খাওয়া সমবায় সমিতি”। গল্পটা শোনার পরই কাজটি করতে আগ্রহ জানাই। সেতু’র সঙ্গে জুটি বেঁধে কাজ করেছি। সৌমিত্র ঘোষ ইমন দক্ষতা দিয়ে নাটকটি পরিচালনা করেছেন। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

পরিচালক সৌমিত্র ঘোষ ইমন বলেন, ‘সুমন-সেতুকে নিয়ে মজার একটা গল্প নির্মাণ করলাম। দুজনের গল্পে রসায়নটা দারুণ ছিল। যা দর্শকরা দেখে মজা পাবে।’