জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ। প্রতিষ্ঠানটি তিন ক্যাটাগরিতে কর্মী নিয়োগ দেবে।
চাকরি প্রত্যাশীরা ১৪ জুন পর্যন্ত ডাকযোগে/ সরাসরি আবেদনপত্র আবেদন করতে পারবেন।
১. পদের নাম: টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস। কম্পিউটারে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করার সনদ থাকতে হবে। কম্পিউটারে টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।
বয়স: ১৮-৩০ বছর (বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
২. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস
বয়স: ১৮-৩০ বছর
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
৩. পদের নাম: প্রহরী
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস
বয়স: ১৮-৩০ বছর
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
বয়সসীমা: প্রার্থীদের বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম: চাকরি প্রত্যাশীদের আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বয়স (১৪ জুন ২০২২ তারিখে), জন্মতারিখ, বর্তমান, স্থায়ী ঠিকানাসহ পূর্ণ জীবনবৃন্ত উল্লেখ করতে হবে। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, পৌরসভা/ সিটি করপোরেশন/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া নাগরিকত্ব সনদ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। পত্র যোগাযোগের ঠিকানা সংবলিত ১০ টাকা মূল্যের ডাকটিকিট যুক্ত ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি সাইজের ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে দিতে হবে। খামের ওপর পদের নাম লিখতে হবে।
আবেদন ফি: সচিব, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বরাবর ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার করে রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ, ২০৩, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণী (৮৬, বিজয়নগর), ঢাকা-১০০০।